ঢাকা | বঙ্গাব্দ

ইংরেজিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে চালু হলো ইএলপি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 25, 2025 ইং
কেক কেটে ইএলপি উদ্বোধন করেন আব্বাস কারিমী ও অতিথিবৃন্দ ছবির ক্যাপশন: কেক কেটে ইএলপি উদ্বোধন করেন আব্বাস কারিমী ও অতিথিবৃন্দ
চট্টগ্রামে উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ-এর তত্ত্বাবধানে চালু হয়েছে ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম-ইএলপি। নগরীর নাসিরাবাদের রহিমা সেন্টারের অষ্টম তলায় গত ২৫ এপ্রিল শুক্রবার বিকালে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন এডুমিগ ও ইএলপি’র ফাউন্ডার ও ম্যানেজিং ডাইরেক্টর আব্বাস কারিমী। তিনি ইংরেজি শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ডিজিটাল এই প্ল্যাটফর্ম চালু করেছেন বলে জানান। তিনি বলেন, এই প্ল্যাটফর্মে ইংরেজি শিক্ষা অনেক সহজ ও আনন্দদায়ক হবে। ইএলপিতে উচ্চ শিক্ষার্থে বিদেশে যেতে আগ্রহীদের জন্য আইইএলটিএস, পিটিই কোর্স ছাড়াও করানো হবে জেনারেল ইংলিশ, বিজনেস ইংলিশ, কিডস ইংলিশ ও অন্যান্য ইংরেজি কোর্স। সাথে রয়েছে এক জায়গাতেই আইইএলটিএস, পিটিই রেজিস্ট্রেশন সেন্টার ও মক টেস্ট সেন্টার। অনুষ্ঠানে এডুমিগ ও ইএলপি’র কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স