ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় অস্ত্রসহ ডাকাত দম্পতি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
মোঃ সেলিম উদ্দীন
লোহাগাড়া  প্রতিনিধি

চ ট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ডাকাত দম্পতিকে  আটক করা হয়েছে।
২০জুন  (শুক্রবার) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার  আধুনগর ইউনিয়নের খাসমহল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী অস্ত্র, গুলি, নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হিমছড়িপাড়া এলাকার বাঁশখাইল্যা পাড়ার মনজুর আলম (৫২) ও তার স্ত্রী হাছিনা বেগম (৪০)
লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, গত বৃহস্পতিবার পটিয়া থানা এলাকায় একটি বসত বাড়িতে  ডাকাতি শেষে জনসাধারনের ধাওয়া খেয়ে জব্দকৃত অস্ত্র-গুলি, স্বর্ণালংকার ও টাকা আধুনগরের খাসমহল এলাকায় একটি পরিত্যক্ত ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল। আজ সুযোগ বুঝে স্ত্রীর সহায়তায় আলামতগুলি নিয়ে বাসযোগে আজিজনগর যাওয়ার সময় চুনতি এলাকায় পুলিশি অভিযান আছে জানতে পেরে ঘটনাস্থলে বাস থেকে নেমে যায় ও ভিন্ন কৌশলে বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এমন সময় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক মোঃ মনজুর আলমের বিরুদ্ধে অর্ধ ডজন ডাকাতির মামলা রয়েছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ডাকাতি মামলার সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া দম্পতি ওই ডাকাত দলের সক্রিয় সদস্য বলে ও জানা গেছে।



নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স