ঢাকা | বঙ্গাব্দ

আজ কালী পূজা দিব্য আরাধনায় মুখরিত বাংলা: শক্তির উৎসবে জাগরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মন্দির ছবির ক্যাপশন: শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মন্দির

আজ ২০ অক্টোবর ২০২৫, সোমবার, সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপুজো পালিত হচ্ছে বাংলার ঘরে ঘরে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শক্তির দেবী মা কালীর আরাধনায় মেতে উঠেছে গোটা রাজ্য। আলোর রোশনাই, প্রদীপের ঝলমল আভা, ধূপ-ধুনোর সুগন্ধ এবং ভক্তির ভাবনায় মুখরিত হয়ে উঠেছে মন্দির, পূজামণ্ডপ ও শ্মশান। এই দিনে ভক্তরা সন্ধ্যায় দীপাবলীর আলো প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন, যা অন্ধকারের উপর আলোর জয় ও অশুভ শক্তির বিনাশের প্রতীক।


মা কালীর মহিমা ও পৌরাণিক কাহিনী


‘কালী’ নামটি এসেছে ‘কাল’ ধাতু থেকে, যার অর্থ সময়—অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে নিয়ে গঠিত মহাকাল। এই মহাকালের আদি শক্তি হলেন মা কালী, যিনি দশমহাবিদ্যার প্রথম রূপ। পুরাণ অনুসারে, সৃষ্টির শুরুতে যোগনিদ্রায় মগ্ন শ্রীবিষ্ণুর কর্ণকমল থেকে মধু ও কৈটভ নামে দুই দৈত্যের জন্ম হয়। তারা প্রজাপতি ব্রহ্মাকে আক্রমণ করলে ব্রহ্মার স্তবে মহামায়া কালী রূপে আবির্ভূতা হন। আবার মার্কণ্ডেয় পুরাণের শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত আছে, শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে ভীত দেবতাদের রক্ষায় দেবী অম্বিকা কালী রূপে আবির্ভূত হন। ত্রেতাযুগে রাবণের পুত্র মহিলা বোনের সাধনায় তুষ্ট হয়ে তিনি ভদ্রকালী রূপে পূজিতা হন।

মা কালী পরম করুণাময়ী। দেবতা, দৈত্য বা মানুষ—যে তাঁকে আকুলভাবে ডাকে, তিনি তার শরণে ছুটে আসেন। তিনি ভদ্রকালী, রক্ষাকালী, শ্মশানকালী, শকুন্তলা কালী, খ্যাপা কালী, নিশি কালী, ডাকাত কালী, সিদ্ধেশ্বরী কালী ও করুণাময়ী কালী রূপে ভক্তদের কাছে আবির্ভূত হন। দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের মা কালী এবং বিশ্বজুড়ে দক্ষিণা কালী রূপে তাঁর পূজা হয়। মূর্তির দক্ষিণ পদ মহাদেবের বুকে থাকলে তিনি দক্ষিণা কালী, আর বাম পদ থাকলে বামাকালী রূপে পূজিত হন।

ভক্তির সাগরে মায়ের আরাধনা

কালীপুজোর মূলাধার হল ভক্তি। রামপ্রসাদের ভাষায়, “আর কাজ কী আমার কাশী, মায়ের পদতলে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী।” এই পবিত্র দিনে দৈনিক ইনফো বাংলার পক্ষ থেকে সকলকে জানাই কালীপুজোর আন্তরিক শুভেচ্ছা। মা কালীর কৃপায় সকলের জীবনে আসুক শান্তি, সমৃদ্ধি ও আনন্দ।


নিউজটি আপডেট করেছেন : Sam Sarker

কমেন্ট বক্স