ঢাকা | বঙ্গাব্দ

ব্রিটিশ অভিনেত্রী সামান্থা এগার আর নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
ছবির ক্যাপশন:

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সামান্থা এগার মারা গেছেন। গত বুধবার (১৫ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার শারম্যান ওকসে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। সামান্থার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী জেনা স্টার্ন।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মায়ের মৃত্যুর খবর জানিয়ে জেনা বলেন, ‘আমার মা মারা গেছেন। শেষ মুহূর্তে তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। আমিও পাশে ছিলাম। তার হাত ধরে আমি বলেছিলাম তাকে কতটা ভালবাসি। এটা সৌভাগ্যের বিষয় ছিল।’  

অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। 

১৯৩৯ সালে ৫ মার্চ লন্ডনে জন্মগ্রহণ করেন সামান্থা। সামান্থা এগার তার কর্মজীবন শুরু করেন শেক্সপিয়ারী থিয়েটারে। উইলিয়াম ওয়াইলার পরিচালিত থ্রিলার সিনেমা ‘দ্য কালেক্টর’ (১৯৬৫) অভিনয়ের জন্য তারকা খ্যাতি অর্জন করেন। এই সিনেমা তাঁকে গোল্ডেন গ্লোব পুরস্কার, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার এবং সেরা অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন এনে দেয়।  

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ‘দ্য ওয়াকিং স্টিক’, ‘গেস হু'স কামিং টু ডিনার’, ‘গুডবাই মিস্টার’, ‘চিপস দ্য ডেড আর অ্যালাইভ’। অভিনেত্রীকে সবশেষ দেখা যায় ২০০৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘মেন্টাল সিজন ১’ এর জ্যাক এবং বেকি গ্যালাঘারের মা চরিত্রে।

১৯৬৪ সালে সামান্থা এগার অভিনেতা টম স্টার্নকে বিয়ে করেন এবং এই দম্পতির দুটি সন্তান রয়েছে। মৃত্যুকালে তিনি দুই সন্তান চলচ্চিত্র প্রযোজক নিকোলাস স্টার্ন এবং অভিনেত্রী জেনা স্টার্নকে রেখে গেছেন। ১৯৭১ সালে এগার এবং স্টার্নের বিবাহবিচ্ছেদ ঘটে। ১৯৭৩ সালে এগার মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।  


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স