‘সব ব্যাকিং থাকবে’— ইউএনওদের আশ্বস্ত করলেন ইসি আনোয়ারুল ইসলাম
-
নিউজ প্রকাশের তারিখ :
Oct 22, 2025 ইং
ছবির ক্যাপশন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশ্যে সাহস, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, “৫ আগস্টের পর কিছুদিন পরিস্থিতি অস্থিতিশীল ছিল, অমুক-তমুকের কথায় অনেক কিছু হয়েছে। তবে এখন কর্মকর্তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই— আপনাদের সব ধরনের ব্যাকিং থাকবে।”
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত “নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, “আগামী নির্বাচনে দায়িত্ব পালন কেবল প্রশাসনিক কাজ নয়, এটি আপনাদের অস্তিত্বেরও প্রশ্ন। তাই ভয় না পেয়ে, হিম্মতের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
নির্বাচন কমিশনার আরও বলেন, “দুইটি কেয়ারটেকার সরকারের সময় মাঠ প্রশাসন সবচেয়ে বেশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছিল। এবারও সেই সুযোগ আসছে। আপনাদের প্রতি কমিশনের পূর্ণ আস্থা রয়েছে। নির্বাচনকালীন সময়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন— সবার পেছনে কমিশনের শক্ত অবস্থান থাকবে।”
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আসন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ‘কনসিকোয়েন্সিয়াল’ নির্বাচন হতে যাচ্ছে। তাই ইউএনওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারও পক্ষে বা বিপক্ষে নয়, বরং রাষ্ট্রের পক্ষে কাজ করতে হবে। আপনাদের মনোবল, সাহস ও সততার মাধ্যমেই এই নির্বাচন দৃষ্টান্তমূলক হতে পারে।”
তিনি আরও নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া যাবে না। “দু’পক্ষের কারও অনিয়ম হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখুন, নিয়মিত তদারকি করুন— কাউকে রাজনৈতিক প্রভাবে ছাড় দেওয়া যাবে না।”
অনুষ্ঠানে উপস্থিত নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, কমিশনের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এ জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন প্রস্তুত রয়েছে।
আনোয়ারুল ইসলাম সরকার তাঁর বক্তব্যের শেষে ইউএনওদের উদ্দেশে বলেন, “আপনাদের সাহস, সততা ও নিষ্ঠার মাধ্যমেই জনগণ এই নির্বাচনকে বিশ্বাস করবে। নির্বাচন কমিশন আপনাদের পাশে আছে— সব ব্যাকিং থাকবে।”
নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana
কমেন্ট বক্স