ঢাকা | বঙ্গাব্দ

নারী বিশ্বকাপের ফাইনালে টস বিলম্ব, আজকের খেলা ভেস্তে গেলে কী হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
ছবির ক্যাপশন:
বাংলাদেশ সময় ৩টা নাগাদ হওয়ার কথা ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার নারী বিশ্বকাপের ফাইনালের টস। বৃষ্টিজনিত কারণে নির্ধারিত সময়ে তা তো হয়ইনি, হয়নি সাড়ে ৩টায়ও। নাবি মুম্বাইয়ে বেশ জোরেশোরেই বৃষ্টি নেমেছে। বৃষ্টি দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের অপেক্ষা বাড়িয়েই চলেছে। এই অবস্থায় মাথায় অনেকগুলো প্রশ্ন আসে। কখন থেকে ওভার-কর্তন শুরু হবে? ফলের জন্য সর্বনিম্ন কত ওভার খেলতে হবে? আবার আজ খেলা না হলে কি হবে, রিজার্ভ ডে কি আছে? রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি থাকে? ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সাড়ে ৩টায়। ক্রিকইনফোর ধারা বিবরণীতে বলা হয়েছে, পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী ৯টা ৮ মিনিট থেকে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টা ৩৮ মিনিট থেকে ওভার কাটা যেতে থাকবে। আর ফলের জন্য সর্বনিম্ন ২০ করে খেলতে হবে। আজ ২০ ওভার করে খেলা সম্ভব না হলে ম্যাচ চলে যাবে রিজার্ভ ডেতে। এই টুর্নামেন্টে শুধু দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা। যে কারণে গ্রুপপর্বে মোট ৬টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। টুর্নামেন্ট নিয়ে আইসিসির প্লেয়িং কন্ডিশনে বলা হয়েছে, ‘সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে বরাদ্দ করা হয়েছে। অসম্পূর্ণ ম্যাচ রিজার্ভ ডেতে সম্পূর্ণ করতে হবে। অন্য কোনো ম্যাচে রিজার্ভ ডে বরাদ্দ থাকবে না।’ রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি থাকে? রিজার্ভ ডেতেও সর্বনিম্ন ২০ করে খেলা সম্ভব না হলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স