মোহাম্মদ হোছাইন
সাতকানিয়া
চট্টগ্রামের সাতকানিয়ায় পাওনা টাকা ফেরত না পাওয়ার অভিযোগে মৃত ব্যবসায়ী অমূল্য রতন ধরের পুত্র গোবিন্দ ধর স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী রিতন ধরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২১ জুন ২০২৫) সন্ধ্যা ৭টায় সাতকানিয়া পৌরসভার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গোবিন্দ ধর আরও জানান, তার পিতা মৃত্যুর আগে সাক্ষীদের উপস্থিতিতে রিতন ধরের কাছ থেকে পাওনা টাকা আদায়ের জন্য তাকে লিখিত অনুমতিপত্র দেন। এরপর গোবিন্দ ও তার বোন একাধিকবার রিতন ধরের সঙ্গে যোগাযোগ করলেও তিনি টাকা ফেরত দেননি। বর্তমানে রিতন ধর তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন গোবিন্দ। এর ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে জানতে রিতন ধরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল গ্রহণ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনফো বাংলা