ঢাকা | বঙ্গাব্দ

ধারের টাকা না পেয়ে বিনা চিকিৎসায় পিতার মৃত্যু,পুত্রের সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2025 ইং
ছবির ক্যাপশন:

মোহাম্মদ হোছাইন
সাতকানিয়া

ট্টগ্রামের সাতকানিয়ায় পাওনা টাকা ফেরত না পাওয়ার অভিযোগে মৃত ব্যবসায়ী অমূল্য রতন ধরের পুত্র গোবিন্দ ধর স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী রিতন ধরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২১ জুন ২০২৫) সন্ধ্যা ৭টায় সাতকানিয়া পৌরসভার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গোবিন্দ ধর তার লিখিত বক্তব্যে বলেন, তার পিতা অমূল্য রতন ধর সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামপুর বণিক পাড়ায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তিনি ব্যবসার আয় থেকে কিছু টাকা সঞ্চয় করেছিলেন। আজমীর জুয়েলার্সের মালিক রিতন ধর লভ্যাংশের প্রলোভন দেখিয়ে অমূল্য রতন ধরের কাছ থেকে ৭ লক্ষ টাকা ধার নেন। পরবর্তীতে অমূল্য রতন ধর গুরুতর রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য রিতন ধরের কাছে পাওনা টাকা ফেরত চান। কিন্তু রিতন ধর টাকা ফেরত দেননি, ফলে অর্থের অভাবে অমূল্য রতন ধর বিনা চিকিৎসায় মারা যান।
গোবিন্দ ধর আরও জানান, তার পিতা মৃত্যুর আগে সাক্ষীদের উপস্থিতিতে রিতন ধরের কাছ থেকে পাওনা টাকা আদায়ের জন্য তাকে লিখিত অনুমতিপত্র দেন। এরপর গোবিন্দ ও তার বোন একাধিকবার রিতন ধরের সঙ্গে যোগাযোগ করলেও তিনি টাকা ফেরত দেননি। বর্তমানে রিতন ধর তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন গোবিন্দ। এর ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে জানতে রিতন ধরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল গ্রহণ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স