ঢাকা | বঙ্গাব্দ

এমবাপ্পের ফেরার আশায় রিয়াল মাদ্রিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2025 ইং
ছবির ক্যাপশন:

রি য়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে অসুস্থতার কারণে ক্লাব বিশ্বকাপে পাচুকার বিপক্ষে রবিবারের (২২ জুন, ২০২৫) ম্যাচের জন্য চার্লট্টেতে দলের সঙ্গে যাননি। তবে কোচ জাবি আলোনসো আশাবাদী, শেষ গ্রুপ ম্যাচে সলজবুর্গের বিপক্ষে এমবাপ্পে মাঠে ফিরবেন।

গত বৃহস্পতিবার গ্যাস্ট্রোয়েনটেরিটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৬ বছর বয়সী এই তারকা। পরীক্ষা ও চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ক্লাব সূত্রে এএফপি জানিয়েছে, এমবাপ্পে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

শনিবার সংবাদ সম্মেলনে জাবি বলেন, “সে ভালো আছে, হাসপাতাল থেকে ফিরেছে। সুস্থ হচ্ছে। আমরা সলজবুর্গের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।” রিয়াল বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় এইচ গ্রুপের শেষ ম্যাচে সলজবুর্গের মুখোমুখি হবে।

এমবাপ্পে অসুস্থতার কারণে আল হিলালের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচেও ছিলেন না। তার বদলে মাঠে নেমে রিয়ালের বি দলের খেলোয়াড় গঞ্জালো গার্সিয়া দলের প্রথম গোল করেন। জাবি জানিয়েছেন, পাচুকার বিপক্ষেও গঞ্জালো এমবাপ্পের জায়গায় খেলবেন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স