ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে দুদকের অভিযানে সাবেক মন্ত্রীর ড্রাইভারের বাড়ি থেকে বিপুল নথি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
সরোয়ার রানা:: চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুর্নীতির অনুসন্ধানে দুদকের অভিযান চালানো হয়েছে। এসময় তার স্ত্রীর ব্যক্তিগত ড্রাইভার ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর ২টা ৫০ মিনিট থেকে সকাল ৫টা ৫ মিনিট পর্যন্ত শিকলবাহা ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান নেতৃত্ব দেন।

দুদক সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও ১২৪ কোটি টাকা আত্মসাতের ছয়টি মামলায় অনুসন্ধান চলছে। এরই অংশ হিসেবে তার ঘনিষ্ঠজন ও সহযোগীদের বাসায় অভিযান পরিচালনা করছে দুদক। রবিবার ভোরের অভিযানে ব্যক্তিগত ড্রাইভার ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযোগ রয়েছে, দুদকের অভিযান শুরু হওয়ার আগেই জাবেদের আরমিট অফিস থেকে বেশ কিছু নথি সরিয়ে নেওয়া হয় এবং তার একটি অংশ ইলিয়াসের বাসায় লুকিয়ে রাখা হয়। অভিযানে জব্দ করা এসব নথি দুর্নীতির প্রমাণ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করছে দুদক।

এ বিষয়ে দুদকের উপপরিচালক মশিউর রহমান বলেন, “সাবেক মন্ত্রীর বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। উদ্ধার করা নথিগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে। তবে দুদকের কর্মকর্তারা কঠোর নিরাপত্তার মধ্যে অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৭ ও ১৯ সেপ্টেম্বর সাবেক মন্ত্রীর সহযোগীদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পর আলোচনায় আসে কর্ণফুলীর এই এলাকা। এখন নথি উদ্ধারের ঘটনায় দুর্নীতি অনুসন্ধান নতুন মোড় নিতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স