কর্ণফুলীতে প্রথমবারের মতো ট্রাভেলস ও ইমিগ্রেশন সার্ভিস ‘ফ্লাই ইজি’ উদ্বোধন
-
নিউজ প্রকাশের তারিখ :
Oct 24, 2025 ইং
ছবির ক্যাপশন:
চট্টগ্রামের কর্ণফুলীতে প্রথমবারের মতো ট্রাভেলস ও ইমিগ্রেশন সার্ভিস প্রতিষ্ঠান “ফ্লাই ইজি কনসালটেন্সি অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস”-এর নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে। শুক্রবার (২৪ অক্টোবর) আসরের নামাজের পর বড়উঠান ইউনিয়নের চরপাথরঘাটা এলাকায় ফিতা কেটে কর্ণফুলী ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কর্ণফুলী উপজেলা সিপিপির টিম লিডার মোহাম্মদ মাঈনউদ্দীন এবং ফ্লাই ইজি কনসালটেন্সির নির্বাহী পরিচালক ও আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সদস্য সচিব লায়ন মশিউর রহমান চৌধুরী মাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ৪নং ওয়ার্ডের মেম্বার তাহের আহমদ, ফ্লাই ইজি কনসালটেন্সির কর্ণফুলী ব্রাঞ্চের পরিচালক সাংবাদিক মনসুর আলম মুরাদ, সফরে ক্বাবা হজ কাফেলার পরিচালক মাওলানা আল আমীন সাকি, দূরন্ত দুর্বার সামাজিক সংগঠনের সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ মুছা শিকদার, সহ-সভাপতি লায়ন ওমর ফারুক রানা, আপ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মাহবুবা ইলা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্ণফুলী উপজেলার যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা এবং বর্ণমালা হাতেখড়ি স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মিনার হোসেন, নাইমুর রহমান, নুর আলম শাহেদ, আল আমিন মুন্না, আতিউর রহমান সজিব, বারেক চৌধুরী, জাহিদুল ইসলাম প্রমুখ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানটি শুরু হয়, যা পরিচালনা করেন সফরে ক্বাবা হজ কাফেলার পরিচালক মাওলানা আল আমীন সাকি।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, কর্ণফুলীতে আগে কোনো ট্রাভেলস ও ইমিগ্রেশন সার্ভিস প্রতিষ্ঠান ছিল না। “ফ্লাই ইজি কনসালটেন্সি” কর্ণফুলী বাসীর জন্য প্রথমবারের মতো এক ছাদের নিচে সকল ধরনের ভিসা, পাসপোর্ট, বিদেশে ভর্তি, ওয়ার্ক পারমিট এবং ইমিগ্রেশন সংক্রান্ত সেবা চালু করেছে। তারা আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠানটি সৎ, দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে স্থানীয়দের আস্থা অর্জন করবে।
অতিথিরা আরও বলেন, কর্ণফুলীতে ফ্লাই ইজির শাখা উদ্বোধন এলাকার তরুণদের বিদেশে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং সঠিক দিকনির্দেশনা দিয়ে অনিয়ম রোধে ভূমিকা রাখবে। তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana
কমেন্ট বক্স