ঘরের মাঠে আফগানদের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো জিম্বাবুয়ে
-
নিউজ প্রকাশের তারিখ :
Nov 3, 2025 ইং
ছবির ক্যাপশন:
ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের স্বাদ পেলো জিম্বাবুয়ে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৯ রানে হারিয়েছে সফরকারীরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২১০ রান তোলে আফগানিস্তান। জবাব দিতে নেমে ইনিংসের শেষ বলে ২০১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
রোববার (২ নভেম্বর) হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। প্রতিপক্ষ বোলারদের একাই শাসন করতে থাকেন গুরবাজ। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে এই দুই ওপেনার স্কোরবোর্ডে যোগ করেন ৯৪ বলে ১৫৯ রান।
১৬তম ওভারের চতুর্থ বলে ৪৮ বলে ৯২ রান করা গুরবাজকে ফেরান এনগারাভা। স্কোরবোর্ডে আর ৪ রান যোগ হতেই ফেরেন জাদরান। তৃতীয় উইকেট জুটিতে সেদিকুল্লাহ আতালের সঙ্গে ১৮ বলে ৩৬ রানের জুটি গড়েন শাহিদুল্লাহ। ৮ বলে ১০ রান করে ব্র্যাড ইভানসের বলে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শাহিদুল্লাহ।
শেষ পর্যন্ত আতাল অপরাজিত থাকেন ১৫ বলে ৩৫ রানে। আরেক প্রান্তে ১ রান নিয়ে অপরাজিত থাকেন মোহাম্মদ নবী। জিম্বাবুয়ের হয়ে ইভানস নেন ২ উইকেট। এছাড়া এনগারাভা নেন ১টি উইকেট।
জবাব দিতে নেমে মাত্র ১৫ রানের মধ্যেই ভাঙে জিম্বাবুয়ের ওপেনিং জুটি। ডিয়ন মায়ার্স বিদায় নেন ৮ বলে ৫ রান করে। তিন নম্বরে নামা ব্রেন্ডন টেইলরও বেশিক্ষণ টেকেননি। ৪ বলে ৪ রান করে বিদায় নেন এই ব্যাটার। ১৯ রানের মধ্যেই ২ উইকেট হারায় জিম্বাবুয়ে।
এরপর জুটি বাঁধেন ওপেনার ব্রায়ান বেনেট এবং অধিনায়ক সিকান্দার রাজা। দুজনের কাউন্টার অ্যাটাকে পথ খুঁজে পায় জিম্বাবুয়ে। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪৮ রান তোলে জিম্বাবুয়ে।
ফিফটির সুযোগ ছিল দুজনের সামনেই। তবে তা ছুঁতে পেরেছেন কেবল রাজা। ২৯ বলে ৫১ রানের ক্যামিও খেলে দলীয় ১০৪ রানের মাথায় বিদায় নেন অধিনায়ক সিকান্দার রাজা।
বেনেট আরও কিছুক্ষণ টিকে ছিলেন। তবে ফিফটির আগেই বিদায় নিয়েছেন তিনি। ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলীয় ১২৬ রানের মাথায় আউট হন বেনেট। এরপর ঝড় তোলেন রায়ান বার্ল। ১৫ বলে ৩৭ রানের টর্নেডো ইনিংস খেলে বিদায় নেন তিনি।
শেষ দিকে লড়াই করেও দলকে জেতাতে পারেননি তাসিঙ্গা মুসেকিয়া। ১৭ বলে ২৮ রান করা তাসিঙ্গা থেমেছেন দলীয় ১৯০ রানের মাথায়। বাকি ব্যাটাররা খুব একটা ভালো করতে পারেননি। শেষ পর্যন্ত ২০১ রানের মাথায় অলআউট হয় জিম্বাবুয়ে। আফগানদের হয়ে ৩ উইকেট নেন আব্দুল্লাহ আহমেদজাই। ২টি করে উইকেট শিকার করেন ফরিদ আহমেদ এবং ফজলহক ফারুকী। ১টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবী।
নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা
কমেন্ট বক্স